শিরোনাম
এমপি বদির খালাসের বিরুদ্ধে দুদকের আপিল
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১১:৩৪
এমপি বদির খালাসের বিরুদ্ধে দুদকের আপিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। বৃহস্পতিবার আপিলটি দায়ের করা হয়।


দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিলে খালাসের রায় বাতিল চাওয়া হয়েছে। বলা হয়েছে, সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সাংসদ বদিকে খালাস দেয়া আইনসম্মত হয়নি।


দুদকের মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশও দেয়া হয়। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।


সাজার রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি। পাশাপাশি জামিনের আবেদন জানান। এর ওপর গতকাল বুধবার হাইকোর্টে শুনানি হয়।


বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ। বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com