শিরোনাম
গোবিন্দগঞ্জের ঘটনায় হাইকোর্টের রিট
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৯
গোবিন্দগঞ্জের ঘটনায় হাইকোর্টের রিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাঁওতালদের জান-মাল রক্ষা, নিরাপত্তা, ক্ষতিপূরণ ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।


ঘটনাস্থলে কোন কর্তৃত্ববলে আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, এর ব্যাখ্যা দাখিলে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।


বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে আইন ও সালিস কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।


আসকের কৌঁসুলি অবন্তী নুরুল রিট আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার রিট আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হতে পারে। তিন সংগঠনের করা রিটে সংশ্লিষ্ট এলাকার সাঁওতালদের চলাচল নির্বিঘ্ন করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একইসাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা। এখতিয়ারবহির্ভূতভাবে সাঁওতালদের হয়রানি না করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।


সংশ্লিষ্ট এলাকার সাঁওতালদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- এসব বিষয়ে রুল চাওয়া হয়েছে।


স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরির্শক, গাইবান্ধার জেলা প্রশাসক, রংপুর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনওকে রিটে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতাল পল্লিতে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সাথে সাঁওতালদের সংঘর্ষে তিনজন নিহত হয়। আহত হয় আরো অন্তত ৩০ জন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com