শিরোনাম
‘প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়’
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৫
‘প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা দেশে চলমান ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।


একইসাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত।


বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্কয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।


প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও প্রশ্নফাঁস রোধে আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ার আবেদন জানিয়ে বুধবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইন্নুনাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী।


হাইকোর্ট আজ শুনানি শেষ রুল জারিসহ এ আদেশ দেয়।


এদিকে ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সাথে সাথে পরীক্ষা বাতিল করা হবে। তবে এবারের এসএসসি পরীক্ষার আবশ্যিক সাতটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসসহ বিভাগভিত্তিক বিষয় পদার্থবিজ্ঞানের প্রশ্নও ফাঁস হয়েছে।


প্রশ্নপত্র ফাঁস বন্ধে মোবাইল ফোন, ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখা, প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণাসহ এক ডজনের বেশি সিদ্ধান্ত বা উদ্যোগ নেয়া হয়েছে। সর্বশেষ প্রশ্ন ফাঁস ঠেকাতে ধরপাকড় শুরু হয়েছে। গত এক সপ্তাহে এই অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১০০। তারপরও সরকার পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে পারছে না।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com