শিরোনাম
রিসা হত্যাকাণ্ড : বখাটে ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ১৬:২৪
রিসা হত্যাকাণ্ড : বখাটে ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।


ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় সোমবার বহুল আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাসউদ্দিন এটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।


রিসা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের দিয়ে যাওয়ার সময় বখাটে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ আগস্ট রিসা মারা যায়। ওই দিন তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।


৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com