শিরোনাম
২৫০০ কোটি টাকায় মিলবে ডেসটিনি চেয়ারম্যান-এমডির জামিন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:৫৭
২৫০০ কোটি টাকায় মিলবে ডেসটিনি চেয়ারম্যান-এমডির জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুদকের করা মামলায় আড়াই হাজার কোটি টাকা জমা দিয়ে জামিনে মুক্তি পেতে পারেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন ও এমডি মোহাম্মদ হোসেন।

 

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছেন। অপর দুই বিচারক হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মির্জা হোসেইন হায়দার।

 

ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন আপিল বিভাগ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খোরশেদ আলম খান। অপরদিকে আসামি পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

 

উভয় পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগ শর্ত সাপেক্ষে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে জামিন দিয়েছেন।

 

আদেশে আদালত বলছেন, ডেসটিনি ট্রি প্লানটেশন প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ পূর্ণবয়স্ক গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই গাছ বিক্রির জন্য ছয় সপ্তাহ সময় দেয়া হয়েছে। তা না হলে ২ হাজার ৫০০ কোটি টাকা জমা দেয়ার পরে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন জামিনে মুক্তি পেতে পারেন।

 

একই সঙ্গে আদালত গাছ বিক্রিসংক্রান্ত যাবতীয় কাগজপত্রে আসামিদের স্বাক্ষরের সুযোগ দিতেও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com