শিরোনাম
যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলা বদলির আদেশ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৬, ১৭:৪৫
যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলা বদলির আদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।


বৃহস্পতিবার সিএমএম আদালত এ আদেশ দেন। এ মামলায় পলাতক পাঁচ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।


২০১৪ সালের ১৫ এপ্রিল মামলাটিতে ১১ জনকে অভিযুক্ত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদীপক্ষ। আদালত নারাজি আবেদন আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।


২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস আরো ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।


২০১৩ সালের ২৬ জুন রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলিতে নিহত হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি। শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, মিল্কি শপার্স ওয়ার্ল্ডের সামনে প্রাইভেটকার থেকে নামার পর সাদা পাজামা-পাঞ্জাবি ও টুপি পরা এক যুবক মোবাইলে কথা বলতে বলতে মিল্কির সামনে এসে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ মিল্কি বাম দিকে হেলে মাটিতে পড়ে হামাগুড়ি দিতে থাকেন। এ সময় ওই যুবক মিল্কিকে লক্ষ্য করে আরো সাত-আটটি গুলি করেন। এরপর পেছন থেকে এক যুবক মোটরসাইকেল চালিয়ে এলে গুলিবর্ষণকারী যুবক ওই মোটরসাইকেলে করে চলে যান। সাদা পাঞ্জাবি পরা যে যুবকটিকে গুলি ছুড়তে দেখা যায় তার নাম তারেক। মোটরসাইকেলের চালকের নাম সোহেল মাহমুদ।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com