শিরোনাম
এসব মামলার আইনগত কোনো ভিত্তি নেই, আদালতে খালেদা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ১৪:৫৬
এসব মামলার আইনগত কোনো ভিত্তি নেই, আদালতে খালেদা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এসব মামলার আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে অসমাপ্ত বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন মামলার শুনানিতে পঞ্চম দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন খালেদা জিয়া।


জিয়া অরফানেজ ট্রাস্ট গঠনে কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।


এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে তিনি অসমাপ্ত বক্তব্য দেন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া।


প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিবার্তা/বিপ্লব/কাফী


>>আদালতে খালেদা জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com