শিরোনাম
ফরহাদ মজহার অপহরণের সত্যতা মেলেনি, পাল্টা মামলার আবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:০৫
ফরহাদ মজহার অপহরণের সত্যতা মেলেনি, পাল্টা মামলার আবেদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কবি ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগের সত্যতা মেলেনি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। একইসাথে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পাল্টা মামলা করার অনুমতি চাওয়া হয়েছে।


মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুববুল হক মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে ওই প্রতিবেদন জমা দেন।


প্রতিবেদনে বলা হয়, ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের করা মামলার সত্যতা পাওয়া যায়নি। আসল ঘটনা ওই মামলায় আড়াল করা হয়েছে।


আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন জানান, ‘মিথ্যা তথ্য দিয়ে’ মামলার দায়ের করায় ফরিদা আখতার ও ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদনে আবেদন করা হয়েছে। আদালত আগামী ৭ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন রেখেছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com