শিরোনাম
চার দিনের রিমান্ডে ইমাম মেহেদী
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩
চার দিনের রিমান্ডে ইমাম মেহেদী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ-দার-ই কুতনি’ শাখার কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দিয়েছেন।


বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছিলেন, বুধবার রাত সাড়ে ১২টায় রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ইমাম মেহেদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, উগ্রবাদী বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।


এসব আলামত হতে জানা যায়, ব্রিগেড ‘আদ্-দার-ই-কুতনি’ অপারেশনাল সক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো স্থানে নাশকতা করতে সক্ষম।


তিনি জানান, ইমাম মেহেদী হাসান বনানী থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় এজাহারভুক্ত এবং উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস দমনে আইনে দায়ের করা আরেকটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়াও তার নামে আরো মামলা আছে জানা গেছে।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com