শিরোনাম
খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত দম্পতি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:২০
খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত দম্পতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বেকসুর খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য। রবিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।


রায়ে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাদের বেকসুর খালাস দেয়া হয়।


রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের পিপি আলী আসগর স্বপন, রাজধানী মানবাধিকার সংস্থার পক্ষে সৈয়দ নাজমুল হুদা ও মহিলা আইনজীবী সমিতির পক্ষে ফাহমিদা আক্তার রিংকি মামলাটি পরিচালনা করেন। আর আসামিদের পক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু।


গত ২৭ অক্টোবর শাহাদাত ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেন। এরপর গত ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের ঠিক করেন ট্রাইব্যুনাল।


উল্লেখ্য, শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে গত বছরের ৬ সেপ্টেম্বর নির্যাতনের অভিযোগে শাহাদাত দম্পতির বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।


এই মামলায় জেসমিনকে গত বছর ৩ অক্টোবর মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। শাহাদাতকে রিমান্ডেও নেয় পুলিশ। পরে এই দম্পতি জামিনে মুক্তি পায়।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com