শিরোনাম
দীপন হত্যা: প্রতিবেদন দাখিল পিছিয়ে ২১ সেপ্টেম্বর
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৭, ১০:১৩
দীপন হত্যা: প্রতিবেদন দাখিল পিছিয়ে ২১ সেপ্টেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ১৮ বার প্রতিবেদন দাখিলের সময় পেছাল।


মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন এ দিন ঠিক করে দেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী।


২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। ওইদিন বিকেলে দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।


পরে বিভিন্ন সময়ে ওই মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com