শিরোনাম
নিজামের এমপি পদ : শুনানি ১৪ নভেম্বর
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৯:৪৯
নিজামের এমপি পদ :  শুনানি ১৪ নভেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিজাম উদ্দিন হাজারী ফেনী-২ আসনের সংসদ সদস্য পদে থাকার বৈধতা প্রশ্নে জারি করা রুলের পরবর্তী শুনানি ১৪ নভেম্বর ধার্য করেছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের বেঞ্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।


কারাগারে থাকা অবস্থায় নিজাম হাজারীর রক্তদান ও তার কারাবাসের রেয়াত পাওয়ার বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রাহমান চৌধুরি টিকু।


হাজারীর পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন এবং রিটকারীর পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী শুনানি করেন।


এর আগে গত ৩১ আগস্ট নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা প্রশ্নে রুলের রায় ঘোষণা পিছিয়ে নিজাম হাজারী কারাবাসকালে কত ব্যাগ রক্ত দিয়েছেন, এতে কতদিন কারাবাস রেয়াত পাওয়ার অধিকারী হয়েছেন, তা প্রতিবেদন আকারে দিতে কারা কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।


প্রসঙ্গত, ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।


রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। কোন কর্তৃত্ববলে তিনি সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন রুলে তা জানতে চাওয়া হয়। এরপর হাইকোর্টের দুটি বেঞ্চ এই রুল শুনানিতে বিব্রতবোধ করেন। তারপর বিচারপতি মো. এমদাদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি। এই বেঞ্চে গত ১৯ জানুয়ারি রুল শুনানি শুরু হয়।


বিবার্তা/সুভাষ/মনোজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com