শিরোনাম
গুলশান হামলা : অস্ত্র সরবরাহকারীরা রিমান্ডে
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৯:২০
গুলশান হামলা : অস্ত্র সরবরাহকারীরা রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় অস্ত্র সরবরাহকারী অভিযোগে গ্রেফতার জেএমবির চার সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী রিমান্ডের এই আদেশ দেন ।


তবে গুলশানে হামলা মামলায় তাদের রিমান্ডে নেয়া হয়নি। রাজধানীর দারুস সালাম থানার সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলো মো. আবু তাহের (৩৭), মিজানুর রহমান ওরফে ছোট মিজান (৩৪), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)।


বুধবার মধ্য রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত করিম এবং রাকিবুল হাসান রিগ্যান কারাগারে আছে। এদের মধ্যে রিগ্যান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এছাড়া গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com