শিরোনাম
জিয়া-খালেদার বিরুদ্ধে মানহানি মামলা তদন্তের আদেশ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:৫৯
জিয়া-খালেদার বিরুদ্ধে মানহানি মামলা তদন্তের আদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (মরণোত্তর আসামি) ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির মামলা তদন্তের আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলামের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বাদীর জবানবন্দী গ্রহণ করে ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে তেজগাঁও থানার ওসিকে তদেন্তের আদেশ দেন আদালত।


বাদী মামলার আবেদনে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেন। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। স্বাধীনতাবিরোধী যারা বিচারের ভয়ে পাকিস্তানে পালিয়ে যায় তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেন। ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে জিয়াউর রহমান তাকে হুমকি দেন ও অবরুদ্ধ করে রাখেন।


খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সাথে জোট করে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন। তিনি রাজাকার-আলবদরের নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে তুলে দেন।


এতে দেশ-বিদেশে জাতির মানহানি হয় বলে মামলার অভিযোগে বলা হয়।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com