শিরোনাম
ঢাকা সিটির ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৮:৪৮
ঢাকা সিটির ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তা, ফুটপাত ও সড়কদ্বীপে লাগানো ব্যানার-ফেস্টুন তাৎক্ষণিক অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট


এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।


আদালত একইসঙ্গে সিটি করপোরেশনের অনুমতিবিহনীন বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, গেট, তোরণ, দেয়াল লিখন অপসারণের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখারও নির্দেশ দিয়েছেন।


সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহজাহান। রিটকারী সংগঠন পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশিদুল আলম।


করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এই অপসারণ কার্যক্রম বাস্তবায়নেরও নির্দেশনা দেয়া হয়েছে। সব আঞ্চলিক কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


রাজধানীতে অননুমোদিত সব পোস্টার, ব্যানার ও তোরণ ২২ আগস্টের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দেয়াল লিখনও মুছে ফেলতে বলা হয়।


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্ট এক আদেশে অননুমোদিত সব পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের নির্দেশ দেন। একই সাথে রুল জারি করেন। সেই রুল নিষ্পত্তি করে বুধবার এ আদেশ দেন হাইকোর্ট।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com