শিরোনাম
স্বর্ণ চোরাচালান মামলায় মালয়েশীয় নারীর ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৭:০৩
স্বর্ণ চোরাচালান মামলায় মালয়েশীয় নারীর ১৪ বছরের কারাদণ্ড
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বর্ণ চোরাচালান মামলায় বাসলিনা বিনতে রাজা মালেক নামে মালয়েশিয়ার এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর আদালত।


বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।


২০১৪ সালের ২৮ অক্টোবর মালয়েশিয়ার একটি এয়ারলাইন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে তল্লাশি চালিয়ে ওই মালয়েশিয়ার নাগরিকের কাছ থেকে এক কেজি ওজনের মোট ছয়টি বার পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।


সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খোদা বিমানবন্দর থানায় একটি মামলা করেন। ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিমানবন্দর থানার এসআই কামরুল হাসান তালকুদার। ২০১৫ সালের ১১ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com