শিরোনাম
আবগারি শুল্ক প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ
প্রকাশ : ২০ জুন ২০১৭, ১৪:১৩
আবগারি শুল্ক প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত বাজেটে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক প্রত্যাহার এবং এ সংক্রান্ত আইন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।


মন্ত্রী পরিষদ সচিব, সংসদ সচিবালয় সচিব, অর্থ সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে এ নোটিশ পাঠানো হয়েছে।


নোটিশে জানানো হয়েছে, ১৯৪৪ সালের এক্সাইজ অ্যান্ড সল্ট আইন অনুসারে ব্যাংকের আমানতের ওপর আবগারী শুল্কের কথা বলা নেই। অথচ বেআইনিভাবে ২০০৪ এবং ২০১০ সালের অর্থ আইনে এটা পরিবর্তন করা হয়েছে।


আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক প্রত্যাহার এবং ২০০৪ ও ২০১০ সালের আইন বাতিলে পদক্ষেপ গ্রহণ না করা হলে হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান এ আইনজীবী।


উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে ১ থেকে ১০ লাখ টাকা জমা হলে ৮০০ টাকা আবগারি শুল্ক কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আরো বেশি টাকায় শুল্ক হারও বেশি কাটার ব্যবস্থা রাখা হয়েছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com