শিরোনাম
ভাস্কর্য সরানোর প্রতিবাদ: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৫:১০
ভাস্কর্য সরানোর প্রতিবাদ: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলটি পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মইনুল ইসলাম।

 

তিনি জানান, শুক্রবার রাতে এসআই মোফাচ্ছারুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি করেন। এতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দীসহ চার জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত আসামি বলে জানান তিনি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

 

মিছিলটি হাইকোর্টের মাজার গেটে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। এসময় উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ সাতজন আহত হন। এছাড়া, বেশ কয়েকজনকে আটক করা হয়।

 

বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com