শিরোনাম
জামিন পেলেন সেলিম ওসমান
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১১:৪২
জামিন পেলেন সেলিম ওসমান
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য (জাপা) সেলিম ওসমান।একইসঙ্গে আগামী ৪ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওই দিন আদালতে তাকে হাজির হতে নির্দেশ দিয়েছে


মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগমের আদালত ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।


এর আগে, গত ১৪ মে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সেলিম ওসমান। পরে আদালত তার জামিন শুনানির জন্য ২৩ মে দিন ধার্য করেন।


গত বছরের মে মাসে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাই স্কুলের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করেন একদল লোক। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।


সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com