শিরোনাম
সুবীর হত্যায় ২ জনের ফাঁসি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:২৩
সুবীর হত্যায় ২ জনের ফাঁসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সুবীর চন্দ্র দাস হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আরও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।


সোমবার সকালে ঢাকা জেলা ও দায়রা জজ কুদ্দুছ জামান এ রায় দেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ফরহান হোসেন সিজু ও মো. হাসান। তারা দু’জনই পলাতক রয়েছে।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- সফিক আহসান রওফে রবিন ও শাওন ওরফে কামরুল হাসান। যাবজ্জীবনের পাশাপাশি তাদের আরও ৫ হাজার টাকা জরিমানা, অনদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


উল্লেখ্য, ২০১৩ সালের ১২ জানুয়ারি সুবীর চন্দ্র দাসকে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ গুম করার জন্য বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়। এরপর ২১ জানুয়ারি সাভারের ভাকুর্তা ইউনিয়নের কোটালিয়াপাড়া এলাকার বুড়িগঙ্গা নদী থেকে সুবীরের মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com