শিরোনাম
‘বিচারপতি অপসারণে আইনি শূন্যতা’
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:২২
‘বিচারপতি অপসারণে আইনি শূন্যতা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। ফলে বিচারপতি অপসারণে কোনো বিধান বহাল না থাকায় আইনি শূন্যতা বিরাজ করছে। এই অবস্থায় কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়।

 

সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।


মাহবুবে আলম বলেন, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য আবেদন দাখিল করেছি। একমাসের মধ্যে এই অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সর্বোচ্চ আদালতে আপিলের পক্ষে প্রয়োজনীয় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে যাতে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়ে যায়।

 

তিনি বলেন, বিচারপতি অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইয়ুব খানের শাসনামলে অন্তুর্ভুক্ত করা হয়েছিল। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এখন আমরা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com