
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট তোফাজ্জলের পরিবার ও আইনজীবী।
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠন শুনানিকালে সন্তুষ্টির কথা জানান তারা।
পুলিশ অভিযোগপত্রে ঢাবির ২১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করাসহ আসামিদের রক্ষার চেষ্টায় নারাজির আবেদন বলে অভিযোগ নিহত তোফাজ্জলের আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান।
অভিযোগপত্র থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ৩৫ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে মারধর করার আগে, হামলাকারীরা চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারের কাছ থেকে ৩৫ হাজার টাকা দাবি করা হয়।
তোফাজ্জলের চাচা আব্দুর রব মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানসিকভাবে ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ক্রিকেটের স্টাম্প এবং বাঁশের লাঠি দিয়ে তার কাঁধ, পিঠ, পা এবং উরুতে বেধড়ক মারধর করে। গুরুতর আঘাত এবং রক্তক্ষরণের কারণে তোফাজ্জলের মৃত্যু হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]