
রাজধানীর চানখারপুল এলাকায় গণহত্যার অভিযোগে শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমারকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম মাহমুদ।
এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সে মতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাদের ট্রাইবুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]