
রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় দুই শতাধিক আসামির জামিন দিয়েছে আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিদের পক্ষে জামিন শুনানি করেন মোহাম্মদ পারভেজ হাসান, আমিনুল ইসলাম, ফারুক আহাম্মদ। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিনের জামিনের বিরোধিতা করেন।
জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে মামলায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছেন। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে ভয়াবহ বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই মামলায় নিয়োজিত ১৭ জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করে। নতুন পিপিদের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্টরা আশা করছেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিচার কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের আশায় অপেক্ষা করছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]