মিরপুরের সাবেক উপ-পুলিশ কমিশনার জসিম ট্রাইব্যুনালে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:২৬
মিরপুরের সাবেক উপ-পুলিশ কমিশনার জসিম ট্রাইব্যুনালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই-আগস্ট গণহত্যার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।


৩০ অক্টোবর, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই ট্রাইব্যুনালে হাজির করা হবে।


উল্লেখ্য, এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া কাউকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।


গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com