শিরোনাম
প্রধান বিচারপতিকে কটূক্তি, সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৫:৫০
প্রধান বিচারপতিকে কটূক্তি, সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।


বুধবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন এক আইনজীবী। বিচারক বাদীর জবানবন্দি শুনে মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন তিনি।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. তানভীর জানান, মামলায় বাদী জবানবন্দি দিয়েছেন; কিন্তু বিচারক এখনো আদেশ দেননি।


মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টক শো ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলেন সাবেক বিচারপতি মানিক। সেই অনুষ্ঠানে মানিক বলেন, ‘আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’


বর্তমান প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ওই আইনজীবী মামলাটি করেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com