শিরোনাম
দুর্নীতির মামলায় এরশাদের আপিলের রায় হয়নি
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:৩১
দুর্নীতির মামলায় এরশাদের আপিলের রায় হয়নি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি।


এরশাদের আপিল ছাড়াও এ বিষয়ে সরকারের করা দুটি আপিল বিচারাধীন থাকায় এদিন রায় দেয়া হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য তিনটি আপিল আবেদনই প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালত বলেছেন, এ মামলা শুনানি শেষে রায়ের জন্য ছিল। এ পর্যায়ে দেখা যায়, সরকারের আরো দুটি আপিল (৫/১৯৯২ ও ৬/১৯৯২) রয়েছে, যা হাইকোর্টে বিচারাধীন। একসঙ্গে শুনানি হবে, তা-ও বলা আছে। একটি রায় নিয়ে তিনটি আপিল হয়েছে। এসব আপিল একসঙ্গে শুনানি হওয়া উচিত।


এ পরিস্থিতিতে তিনটি আপিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো। এর আগে ৯ মার্চ শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য আজকের দিন রেখেছিলেন। এ অবস্থায় আদালত আজ এ আদেশ দেন।


আদালতে এরশাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com