শিরোনাম
সেই স্কুলছাত্রের সাজা বাতিল
সখিপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:১৯
সখিপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখিপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দুই বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সখিপুর থানার ওসিকে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন আদালত।


স্বতঃপ্রণোদিত রুলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।


সখিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সখিপুর থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমকে প্রত্যাহার করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত।


হাইকোর্ট ওই ছাত্রের জবানবন্দির আলোকে বিচার বিভাগীয় তদন্ত করতে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দিয়েছেন।


নবম শ্রেণির ছাত্রকে কারাদণ্ড দেয়ার ঘটনায় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনলে গত ২০ সেপ্টেম্বর ওই কিশোরকে জামিন দিয়ে ইউএনও ও ওসিকে তলব করেছিলেন আদালত।


রায়ের পরে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আইনকানুন পর্যবেক্ষণ করে আদালত রায় দিয়েছে। যে সাজাটা দেয়া হয়েছিল, সেটা অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত। ওই সাজা বাতিল করে দিয়েছে।


ওই স্কুলছাত্র আদালতে যে জবানবন্দি দিয়েছে, তার আলোকে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।


তিনি জানান, সখিপুরের ইউএনও ও ওসি এখন যে জায়গার দায়িত্বে আছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সেখান থেকে প্রত্যাহার করে ঢাকা বিভাগের বাইরে যে কোনো একটা জায়গায় পোস্টিং দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন আদালত।


গণমাধ্যামের প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয় গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেখানে অভিযোগ করা হয়, একটি ফেসবুক আইডি থেকে তাকে হুমকি দেয়া হয়েছে।


তার অভিযোগের ভিত্তিতে পুলিশ উপজেলার প্রতিমা বঙ্কি এলাকা থেকে ওই স্কুলছাত্রকে গ্রেফতার করে ১৮ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে দুই বছরের কারাদণ্ড দেন।


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com