সব ধর্ম-বর্ণের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:০০
সব ধর্ম-বর্ণের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সবার বলে জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এখানে কেউ অধিকার পাবে, কেউ পাবে না এমনটা হতে পারে না। বর্তমানে সব ধর্ম-বর্ণের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।


তিনি বলেন, বর্তমানে সব ধর্ম-বর্ণের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে। চাকরিসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, সুপ্রিম কোর্ট পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


এদিন সকালে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজনে বাণী অর্চনা অনুষ্ঠান করা হয়।


বিবার্তা/রিয়াদ/জেএইচ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com