শিরোনাম
ধর্ষণ মামলায় বাদীর কারাদণ্ড
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪
ধর্ষণ মামলায় বাদীর কারাদণ্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্ষণচেষ্টা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেয়া হয়েছে।


ঢাকার ৫নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রবিবার রায় দেন।


দণ্ডপ্রাপ্ত বাদী ঢাকা জেলার দোহার থানার পূর্ব লটাখোলা গ্রামের মৃত নূরুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম। রায় ঘোষণার সময় দণ্ডিত বাদী ও পাল্টা মামলা করা আসামিরা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।


বিশেষ পিপি আলী আসগর স্বপন জানান, মিথ্যা মামলা করার অপরাধে বাদীকে দণ্ড দেয়ার পর দণ্ডিত ওই নারী আপিলের শর্তে জামিন চাইলে তা মঞ্জুর করেছেন বিচারক।


নথিসূত্রে দেখা গেছে, ২০১২ সালের এপ্রিলে ফিরোজা বেগম ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।


বাদী জবানবন্দি নিয়ে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১২ এপ্রিল দোহার থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে মামলা দায়ের করে।


বাদী অভিযোগপত্রে বলা হয়, একই বছরের ১৮ মার্চ পূর্ব লটাখোলা গ্রামের গিয়াস উদ্দিন গোপাল, মিন্টু ও আলম একই গ্রামের বাসিন্দা নারায়ণ দাসের পাকা ভবনের পেছনে তাকে ধর্ষণের চেষ্টা করে।


তদন্ত শেষে ২০১২ সালের ২০ মে অভিযোগটি সত্য নয় বলে মামলার আসামিদের অব্যাহতি দেয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একইসঙ্গে মিথ্যা ঘটনায় আদালতে মামলা করার অপরাধে বাদীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের প্রার্থনা করেন।


পুলিশ প্রতিবেদনে বলা হয়, গিয়াস উদ্দিন গোলাপের সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বাদী আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। একই বছর ১৬ জুলাই ট্রাইব্যুনাল প্রতিবেদনটি গ্রহণের পর আসামিরা বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা করেন।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com