শিরোনাম
ন্যায় বিচার হয়েছে : অ্যাডভোকেট সাখাওয়াত
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১১:১০
ন্যায় বিচার হয়েছে : অ্যাডভোকেট সাখাওয়াত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেছেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব রায় কার্যকর করা হোক।


সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় নূর হোসেনসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।


এছাড়া এই মামলার বিচার হওয়ার জন্য উচ্চ আদালতের প্রতি ধন্যবাদ জানান তিনি।


অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও নদী থেকে এই লাশগুলো উদ্ধারের পর আমিসহ তিনজন আইনজীবী উচ্চ আদালতে রিট করি। উচ্চ আদালত এই মামলার মূল আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন র‌্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। তার পথ ধরে এই রায়।


তিনি আরও বলেন, উচ্চ আদালত ন্যায়বিচার করেছেন। তাই উচ্চ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। অবিলম্বে এই রায় কার্যকরের আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com