শিরোনাম
যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ১৯:২১
যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। তার আইনজীবী রিমান্ড বাতিলের এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ করেন। ওইদিন সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।


এ ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করে। মামলায় এজাহারভূক্ত ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com