শিরোনাম
মাদক মামলায় আফসানার জামিন স্থগিত
প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ১৫:৫৭
মাদক মামলায় আফসানার জামিন স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাদক মামলায় আফসানা মিম ওরফে মিমি নামে এক আসামিকে হাইকোর্টের দেয়া জামিন ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৮ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের অবকাশকালীন চেম্বার জজ এ আদেশ দেন।


দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ এবং হেফাজতে রাখার অভিযোগে আফসানা মিমির বিরুদ্ধে মামলাটি করা হয়।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।


অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের জানান, আফসানা মিমিকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন চেম্বার জজ আদালত।


আফসানা মিমি চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। তিনি ২০১৯ সালের জানুয়ারি গ্রেফতার হয়ে এখনো কারাগারে রয়েছেন।


এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর একই মামলার আসামি চয়েজ রহমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


ওই দিন রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, দেশ-বিদেশ থেকে ৩০২ দশমিক ৩৫৯ কেজি হেরোইন ও ৫ দশমিক ২৯৮ কেজি কোকেন সংগ্রহ এবং হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি এ মামলা করে সিআইডি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com