
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
বুধবার (২০ জানুয়ারি) কামরুজ্জামান স্বাধীন জানিয়েছেন, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, পদ্মা সেতুতে অর্থায়ন করতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা অস্বীকার করে। তারা অর্থায়ন ফিরিয়ে নেয়ার হুমকী দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ়তার কারণেই আজ পদ্মা সেতু পূর্ণতা পেতে চলেছে। এই বিবেচনায় পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হওয়া উচিত।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]