শিরোনাম
চট্টগ্রামে শাশুড়িকে খুনের দায়ে পুত্রবধূর যাবজ্জীবন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২১, ০৮:৫৩
চট্টগ্রামে শাশুড়িকে খুনের দায়ে পুত্রবধূর যাবজ্জীবন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় শ্বাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে নাইম উদ্দিন লিজা (২৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


রবিবার (১০ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।


সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুবেল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।


রুবেল পাল জানান, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে খুন হন বরুমচড়া এলাকার সোহাগ খাতুন। এ ঘটনায় নাইম উদ্দিন লিজার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারের পর আদালতে নাইম উদ্দিন লিজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


লিজা জানান, প্রতিবেশি দেবর হাফিজুল ইসলাম কফিলসহ মিলে সোহাগ খাতুনকে গলাকেটে খুন করেন। ২০১৪ সালের ২০ নভেম্বর লিজার সঙ্গে তাকেও আসামি করে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।


তিনি বলেন, রবিবার আদালত নাইম উদ্দিন লিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও হাফিজুল ইসলাম কফিলকে খালাস দেন। আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবো।


তিনি জানান, ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালত দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেয়া হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com