শিরোনাম
আবরার হত্যা মামলা : সাক্ষ্য দিলেন আরো ২ জন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮
আবরার হত্যা মামলা : সাক্ষ্য দিলেন আরো ২ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরো দুইজন। তারা হলেন- আলোকচিত্র বিশারদ সিআইডির পরিদর্শক নাজমুল হোসেন ও জব্দ তালিকার সাক্ষী বুয়েটের ছাত্র আব্দুল মবিন ইবনে হাফিজ প্রত্যয়।


রবিবার (২৭ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তারা এ সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা হাফিজকে জেরা করেন। অপর সাক্ষী মবিনের জেরা শেষ না হওয়ায় আদালত তার জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেন। এর ফলে মামলায় মোট ৬০ সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।


মামলার তিন আসামি এখনো পলাতক আছেন। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহারবহির্ভূত আসামি। ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় কারাগারে থাকা ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com