শিরোনাম
‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ৪ ‍দিনের রিমান্ডে
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ১৭:৪৪
‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ৪ ‍দিনের রিমান্ডে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় রাজধানীর ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


এদিন আসামি ফাতেমাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতকে ফাতেমা খাতুনের অসুস্থ হওয়া বিষয়টি অবহিত করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে ফাতেমা খাতুনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে হাজির করতে নির্দেশ দেন আদালত। এর আগে ১০ নভেম্বর একই মামলায় গ্রেফতার ১০ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com