শিরোনাম
রায়হান হত্যা; প্রধান আসামি এসআই আকবর গ্রেফতার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২০, ১৪:৫১
রায়হান হত্যা; প্রধান আসামি এসআই আকবর গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রায়হান হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের দীর্ঘ ২৮ দিন পর তাকে গ্রেফতার করা হলো।


রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে আকবরকে আটক করে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশীদের কাছে তাকে তুলে দেয়।


এসআই আকবরকে আটকের খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিলেটের জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার এ তথ্য জানান।


প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।


এ ঘটনায় রবিবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।


বিবার্তা/এনকে


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com