শিরোনাম
দীর্ঘ ১৮ বছর পর শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাক্ষ্যগ্রহণ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ১৯:২৯
দীর্ঘ ১৮ বছর পর শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাক্ষ্যগ্রহণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৮ বছর পর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। কলারোয়া উপজেলার সামনে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ২০০২ সালের ২ সেপ্টেম্বর এ ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করেন এক মুক্তিযোদ্ধা কমান্ডার।


পুলিশের তদন্ত রিপোর্টে নারাজি দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০১৪ সালে মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ২২ অক্টোবর নিম্ন আদালতকে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন সুপ্রিম কোর্ট। এরপর এই মামলার কর্যক্রাম আবর শুরু হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com