শিরোনাম
দুদকের মামলায় আউয়াল দম্পতির জামিন বহাল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১২:৪৬
দুদকের মামলায় আউয়াল দম্পতির জামিন বহাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর লায়লা পারভীনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।


সোমবার (১৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে দেন।


অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের মামলায় এ কে এম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে গত ৫ অক্টোবর চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময় পার হলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।


আউয়াল দম্পতির বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা করা হয়। আউয়ালের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, সাবেক এমপি আউয়াল অবৈধভাবে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিক হয়েছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।


লায়লা পারভীনের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, লায়লা পারভীন অবৈধভাবে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com