শিরোনাম
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৭ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৮:০৬
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৭ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার এ আদেশ দেন।


এর আগে সোমবার (৩০ জুন) রাতে নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।


মামলার আসামিরা হলেন- এমভি ময়ূর- ২ এর মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com