শিরোনাম
সাবেক ডিআইজি আনিসুরের স্ত্রীর জামিন স্থগিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২
সাবেক ডিআইজি আনিসুরের স্ত্রীর জামিন স্থগিত
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের স্ত্রী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।


উল্লেখ্য, ২০০৬ সালে আনিসুর রহমানের ভাড়া বাড়িতে সাত জোড়া যমজ শিশু থাকার খবর প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই দম্পতি পাচারের জন্য ওই শিশুদের নিজেদের বাড়িতে রেখেছেন। অনিসুর দম্পতি সে সময় নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ওই ১৪ জনই তাদের সন্তান। যদিও সে সময় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, এই শিশুদের সাত জনের জন্মের পাঁচ বছর আগেই আনিসুরের স্ত্রী আনোয়ারা রহমান স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছিলেন।


জন্মনিবন্ধন সনদের তথ্য সঠিক হয়ে থাকলে আনোয়ারা ওই শিশুদের মধ্যে ৩ জনকে জন্ম দেন আট মাস সময়ের মধ্যে। পরে শিশুপাচার মামলায় আদালত ২০১২ সালে ১৮ এপ্রিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওইদিন ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান এ রায় ঘোষণা করেছিলেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। বর্তমানে আনিসুর পলাতক রয়েছেন। তার স্ত্রী কারাগারে।


হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হাইকোর্ট গত ১৮ ফেব্রুয়ারি আনোয়ারা রহমানকে জামিন দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। আনোয়ারা রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মনিরুজ্জামান আসাদ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com