শিরোনাম
ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: মজনুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৪৪
ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: মজনুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া মজনু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মজনু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মজনুর জবানবন্দি রেকর্ড শেষ হয়।আদালত জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মজনুকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত সূত্র জানা গেছে, ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা আসামি মজনু স্বীকার করে তা সবিস্তারে আদালতকে জানিয়েছেন।


গত ৫ জানুয়ারি ঢাবির ভুক্তভোগী শিক্ষার্থী কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে হেঁটে গলফ ক্লাবসংলগ্ন স্থানে পৌঁছালে আসামি মজনু পেছন থেকে মাটিতে ফেলে দেয়। পরে গলা চিপে ধরে। ভুক্তভোগী শিক্ষার্থী তখন চিৎকার করতে গেলে মজনু তাকে কিল-ঘুষি মারেন। ভয়ভীতি দেখালে ওই শিক্ষার্থী তখন অজ্ঞান হয়ে যান। এরপর আসামি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর ৮ জানুয়ারি তাকে গ্রেফতার করে র‌্যাব। ৯ জানুয়ারি এই ঘটনায় মজনুকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com