শিরোনাম
সিটি নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে রিট
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:০০
সিটি নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে রিট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এক সপ্তাহ পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে হাইকোর্টে এ রিট করা হয়।


নির্বাচক কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।


এবারের সিটি নির্বাচনকে বিতর্কিত বা কলঙ্কিত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।


সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, উন্নত সিটি গড়ার লক্ষ্যে ২৫ জানুয়ারি পর্যন্ত সব নাগরিকের কাছে গিয়ে বিজয়ী হতে নেতাকর্মীদের কাজ করতে হবে।


এদিকে বনানীতে নির্বাচনী সমন্বয়ের কার্যালয়ে উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বিগত ৯ মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণ ও ঢাকা সিটির জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।


আতিকুল ইসলাম বলেন, আমি সবার দোয়া প্রার্থী। আপনাদের দোয়া পেলে সামনে এগিয়ে যাব।


এর আগে উত্তরের দলীয় মেয়র প্রার্থীর সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনই নির্বাচনকে বিতর্কিত করে না। ঢাকা শহরের মানুষ শিক্ষিত তারা দেখবে অবাধ নির্বাচন হচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com