শিরোনাম
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৭:৪২
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বনানীতে সুউচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুদকের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৫নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


জানা গেছে, নকশা জালিয়াতি, ভুয়া নকশা, আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের ছাড়পত্র দেয়াসহ বিভিন্ন অভিযোগে দুদক রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা, বনানীর সংশ্লিষ্ট ভবন মালিকসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে। এই মামলায় সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন মো. সাইদুর রহমান। শুনানি শেষে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।


জামিনপ্রার্থীর পক্ষে আইনজীবী ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।


গত ২৮ মার্চ ওই ভবনে ভয়াবহ আগুনে ২৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com