শিরোনাম
ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১২:৫৫
ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঋণ কেলেঙ্কারিসহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে সৈয়দ মাহবুবুরকে জিজ্ঞাসাবাদ করছেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক। এর আগে গত বুধবারও (৬ নভেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।


গত ৩০ অক্টোবর সৈয়দ মাহবুবুরকে তলব করে চিঠি দেয়া হয়। সেই চিঠিতে অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ অপরাধ রয়েছে ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com