শিরোনাম
ক্যাসিনো খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৫:২০
ক্যাসিনো খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ক্যাসিনো খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশান থানার অস্ত্র মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।


রবিবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে চার্জশিট দাখিল করেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
গুলশান থানার উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশান থেকে খালেদকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছে তিনটি আগ্নেয়াস্ত্র (একটি অবৈধ), গুলি এবং ইয়াবা জব্দ করা হয়।


ক্যাসিনো থেকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক এবং ২৪ লাখ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো বোর্ড জব্দ করার পর খা‌লেদ‌কে গ্রেফতার করে। তার নামে গুলশান ও মতিঝিল থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে ৪টি মামলা হয়।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com