শিরোনাম
ঢাবি ভিসির বাসায় হামলা: চার মামলার প্রতিবেদন ১৪ নভেম্বর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১২:২১
ঢাবি ভিসির বাসায় হামলা: চার মামলার প্রতিবেদন ১৪ নভেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুরসহ সহিংসতা ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।


সোমবার (০৭ অক্টোবর) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী আগামী ১৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১৪ বারের মতো মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো।


গত বছর ১০ এপ্রিল কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা করে পুলিশ। তবে, কোনো মামলাতেই আসামির নাম উল্লেখ করা হয়নি।


কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূলগেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com