শিরোনাম
প্যারোল নয়, জামিনে মুক্তি চান খালেদা জিয়া
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৮
প্যারোল নয়, জামিনে মুক্তি চান খালেদা জিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোল নয়, জামিনে মুক্তি চেয়েছেন।


খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি আদালতের কাছে জামিনের মাধ্যমেই মুক্তি চান। তিনি বলেছেন, জামিন পাওয়া তার অধিকার, তিনি জামিনের হকদার।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়নুল আবেদীন।


খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মোট ৩৭টি মামলা করা হয়েছে। এ ৩৭টি মামলার মধ্যে দুটিতে (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দি আছেন, সে মামলায় তিনি নির্দোষ। খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই কারাবন্দি করে রাখা হয়েছে।


এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিন নিয়ে জোরালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে আহ্বান জানাব, আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।


তিনি জানান, শিগগিরই খালেদার জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন তারা।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ অন্য আইনজীবীরা।
বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com