শিরোনাম
ছেলেধরা সন্দেহে রেনু হত্যা: প্রতিবেদন ২৭ অক্টোবর
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯
ছেলেধরা সন্দেহে রেনু হত্যা: প্রতিবেদন ২৭ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তর বাড্ডায় তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেননি মামলার তদন্ত কর্মকর্তা। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন নির্ধারণ করেন।


বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


গত ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে উত্তর বাড্ডার একটি স্কুলের বাইরে রেনুকে বেধরক পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানায় অজ্ঞাতপরিচয়ের ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রেনুর ভাগ্নে নাসির উদ্দিন।


রেনুর স্বজনদের দাবি, নিজের মেয়েকে ভর্তি করাবেন বলে খোঁজ নিতে বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন রেনু। পরে সেখানে তিনি গণপিটুনির শিকার হন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com